খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: ৮ মে বসছে সোনাম কাপুরের বিয়ের আসর। ওইদিনই ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন বলিউডের অন্যতম ‘ফ্যাশনিস্তা’। সোনামের বিয়ের আসর অনিল কাপুরের স্ত্রী সুনিতার দিদির ব্যান্দ্রার বাড়িতে বসবে। রিসেপশন হবে মুম্বইয়ের দ্য লীলা হোটেলে। কিন্তু, সোনামের বিয়ে উপলক্ষে অনিল কাপুরের বাড়িতেও সাজো সাজো রব।
অনিল কাপুরের বাড়ির পাশাপাশি সোনাম কাপুরের নিজের ৩৫ কোটির ফ্ল্যাটও সাজানো হচ্ছে।
সোনামের বিয়েতে তাঁর পরিবার এবং ঘনিষ্ঠরাই হাজির থাকবেন বলে জানা যাচ্ছে। তবে অতিথিদের তালিকায় কারা কারা থাকছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বিয়ের পর পরই কান ফেস্টিভ্যালে হাজির হবেন সোনাম। প্রতি বছরের মত এবারও কান-এ ঝলসে উঠবেন সোনাম কাপুর।
খবর২৪ঘণ্টা.কম/জন