খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় নিজাম উদ্দিন বৈজ্ঞা (৪০) নামে এক ডাকাত সর্দারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিজাম উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুছাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, নিজাম উদ্দিন একটি ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায় অবৈধ অস্ত্র ও ডাকাতির অভিযোগে ১৫-২০টি মামলা রয়েছে। কিছু দিন আগে তিনি জেল থেকে জামিনে বের হয়ে আবার সোনাগাজী এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার ডাকাত দলের সাথে সক্রিয় হন। দু’দিন আগে তার পরিবার অভিযোগ করেছিল, তাকে এলাকা থেকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, নিজামের সহযোগী রামপুর গ্রামের ডাকাত শাহাদাত হোসেন কিছু দিন আগে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার দিনগত রাতে নাজিরপুর গ্রামে দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিজাম উদ্দিনের। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। খবর২৪ঘন্টা/এবি