1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সোনাক্ষীর ‘সোয়্য়াগ’ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

সোনাক্ষীর ‘সোয়্য়াগ’

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’র নতুন গান ‘স্যোয়্যাগ সাহা নাহি যায়৷’ গানটিতে একেবারে পাঞ্জাবী বাবলি গার্লের ভূমিকায় ধরা দিলেন সোনাক্ষী সিনহা৷ গানটি গেয়েছেন সোহেল সেন, শাদাব ফারিদি এবং নেহা ভাসিন৷ ট্র্যাকটির লিরিসিস্ট মুদাস্সর আজিজ৷

ছবির পরিচালনা এবং গল্পও লিখেছেন মুদাস্সর৷ পেপি নম্বরটিতে সোনাক্ষীকে ভাঙড়া নাচ করতে দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা৷

‘হ্যাপি ভাগ জায়েগি’ ফ্র্যাইঞ্চাইজি সুপারহিট৷ প্রথম ইনস্টলমেন্টটি অর্থাৎ ‘হ্যাপি ভাগ জায়েগি’ যেভাবে বক্স অফিস কাঁপিয়েছিল, পাশাপাশি ফিল্ম ক্রিটিকদের প্রশংসাও কুড়িয়েছিল৷ প্রথম সারির স্টারকাস্ট ছিল না সেই ছবিতে৷ তবুও ডায়না, অভয়, জিমির অভিনয় দক্ষতায় ছবিটি হিট হয়েছিল৷ সেই সফলতা দেখেই আজ দ্বিতীয় ইনস্টলমেন্ট নিয়ে হাজির হয়েছেন নির্মাতারা৷ ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’তে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় সোনাক্ষী সিনহা৷

ছবির চিত্রনাট্য অনুযায়ী, হ্যাপি মেয়েটি কথায় কথায় বাড়ি থেকে পালিয়ে যায়৷ তাঁর মর্জি মতন কোনও কাজ না হলেই, সুযোগ বুঝেই পালিয়ে যায় বাড়ি থেকে৷ এক কথায় যাকে বলে ডাকাবুকো৷ একেবারে তেমনই হ্যাপি৷ পুলিশ তাকে খুঁজতে খুঁজতে ধরে ফেলে সোনাক্ষীকে৷ তার নামও হ্যাপি৷ একই নাম হওয়ার কারণেই পুলিশও তাঁদের ডায়নার সঙ্গে সকলে গুলিয়ে ফেলেছে সোনাক্ষীকে। সেই নিয়েই শুরু হয় নানা সমস্যা৷

সেই সমস্যার আঁচ করতে পেরে সোনাক্ষী পুলিশকে এও বলেন যে অমৃতসরে প্রত্যেক বাড়িতে হ্যাপি নামের মেয়ে থাকে৷ প্রথম আর পাঞ্জাবীদের বাড়িতে হ্যাপি থাকাটা খুবই স্বাভাবিক৷ সেই কারণেই পুলিশ তাকে অন্য কারও সঙ্গে গোলাচ্ছে৷

প্রথম ইনস্টলমেন্টে প্রধান চরিত্রে ছিলেন ডায়না পেন্টি, অভয় দেওল, জিমি শেরগিল, আলি ফাজাল৷ এবারেও তাঁরা রয়েছেন ঠিকই তবে লিড নায়িকার ডায়নার জায়গায় রয়েছেন সোনাক্ষী৷ অন্যদিকে জিমি মুখ্য ভূমিকায় থাকলেও বাকিরা পার্শ্বচরিত্রে রয়েছেন৷ এমনকি ডায়নাও৷ জসসি গিল এন্ট্রি নিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজিতে৷

এছাড়াও রয়েছেন পীযূশ মিশ্র, অপরাশক্তি খুরানা৷ ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’র প্রযোজনায় রয়েছেন কৃষিকা লুল্লা এবং আনন্দ এল রাই। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন মিউজিক সোহেল সেন। চলতি বছর ২৪ অগস্ট মুক্তি পাবে ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’।

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST