1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সেলেব সন্তান হয়েও যৌন হেনস্থার থেকে রক্ষা পাননি এই নায়িকারা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

সেলেব সন্তান হয়েও যৌন হেনস্থার থেকে রক্ষা পাননি এই নায়িকারা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: যৌন হেনস্থার শিকার হননি এমন মহিলা খুব কম আছে৷ ছোট হোক বা বড়ো, কমবেশি সকলেই রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস বিভিন্ন জায়গায় নিগ্রহিত হয়এছেন সকলে৷ এর মধ্যে বাদ যাননি সলেব্রিটিরাও৷

বহু অভিনেত্রীরা সম্প্রতি মুখও খুলছেন এ বিষয়৷ তেমনই কেয়কজন বলি নায়িকাদের কথায় আসা যাক যাঁরা বলিউডের অভিনেতা অভিনেত্রীদের সন্তান হয়েও ছাড় পাননি এই নিগ্রহের হাত থেকে৷

রেখা – অভিনেত্রী রেখার বায়োগ্রাফির মাধ্যমে প্রকাশ্যে আসে এই তথ্য৷ ১৯৬৯ সালে ‘আঞ্জনা সফর’ ছবির সেটে বিশ্বজিৎ, রেখার অনুমতি ছাড়াই তাঁকে জোর করে চুমু খান৷ তখন রেখার বয়স মাত্র ১৫ বছর৷ রেখা জানতেনও না যে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করতে হবে৷

সোনাম কাপুর – ১৩ বছর বয়সে শ্লীলতাহানি শিকার হন সোনাম কাপুর৷ বন্ধুদের সঙ্গে সিনেমা দেখেত গিয়েছিলেন তিনি৷ তখন তাঁর পেছনে একটি লোক এসে অশালীনভাবে ছুঁতে শুরু করে তাঁকে৷ কাঁপতে থাকে সোনাম৷ ভয়েতে কেঁদেও ফেলে সে৷ কোন প্রতিবাদ না করে আতঙ্কে চুপচাপ সিনেমা হলে বসে ছিলেন অভিনেত্রী৷

কঙ্গনা রানাওয়াত – বলি কুইন নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে যথেষ্ট ওপেনলি কথা বলেন৷ ইন্ডাস্ট্রিতে শুরুর দিকে তাঁকে নানারকমভাবে হেনস্থা হতে হয়৷ কখনও প্রডিউসারের দ্বারা, কখনও কোন অভিনেতার দ্বারা৷ ১৭ বছর বয়সে যখন বাড়ি থেকে পালিয়ে দিল্লি চলে আসেন তখন স্ট্রাগল করতে করতে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাঁকে৷ গ্ল্যামার দুনিয়ায় গডফাদারের মুখোশ পরে তাঁকে এক্সপ্লয়েট করতে চেয়েছেন অনেকেই৷

এষা দেওল – ২০০৫ সালে ‘দাস’ ছবির প্রেমিয়ারে একজন অচেনা ব্যক্তি অশালীনভাবে এষার কাছে আসতে শুরু করে৷ অসভ্যতাও শুরু করে৷ টের পেতেই থাপ্পর মেরে দেন সেই লোকটাকে৷

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST