খবর২৪ঘণ্টা ডেস্ক:নরসিংদীর বাদুয়ারচরে নেয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাদুয়ারচরে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, নরসিংদী পৌর এলাকার বিলাশদী মহল্লার মোল্লা বাড়ির ভাড়াটিয়া হাফেজ মিয়া (৪০), তার তারিন আক্তার (১৪) ও তুলি আক্তার (২)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতরা সবাই নোয়াখালী জেলার বাসিন্দা। হাফেজ মিয়া স্থানীয় ভেলানগর বাজারে চা-পান বিক্রেতা। আজ বিকেলে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবারের সদস্যদের নিয়ে বাদুয়ারচর রেল ব্রিজ এলাকায় ঘুরতে যান হাফেজ মিয়া। তারাসহ আরও অনেকেই রেললাইনে অবস্থান করছিল। সেখানে হাফেজ মিয়ার সঙ্গে তার দুই মেয়ে মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় ঢাকা থেকে নেয়াখালীগামী উপকুল এসক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে প্রেরণ করে।
নরসিংদী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সায়েম চৌধুরী জানান, বিকেলে ঘোরাঘুরির সময় তারা রেললাইনে ওঠে বলে জানতে পেরেছি। অতিরিক্ত লোক ও পার্শ্ববর্তী নদীতে বিকটশব্দে গান বাজনার ফলে তারা ট্রেনের হর্ণ শুনতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় তিনজনই নিহত হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ