1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সেঞ্চুরির অপেক্ষায় থেকে লাঞ্চ বিরতিতে মুশফিক - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

সেঞ্চুরির অপেক্ষায় থেকে লাঞ্চ বিরতিতে মুশফিক

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সেঞ্চুরি করতে মুশফিকের আর প্রয়োজন ১ রান। এমন সময় লাঞ্চ বিরতির ঘোষণা দিলেন আম্পায়াররা। সুতরাং, সেঞ্চুরির অপেক্ষায় থেকেই মুশফিককে বিরতিতে যেতে হলো। মুশফিকের সেঞ্চুরি পূরণ না হলেও সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন পার করেছে বাংলাদেশ।

বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৩৫১ রান। ব্যক্তিগত ৯৯ রানে মুশফিক ও ১১৯ রানে মুমিনুল অপরাজিত আছেন। এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৮৬ রান।

গত শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে।

পরের দিন আবার তারা ব্যাটিংয়ে নামে। ২৬৫ রান করে অলআউট হয় তারা। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ১০৭ রান করে আউট হন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি ৪টি, নাঈম হাসান ৪টি ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট শিকার করেন।

রবিবার দিনের প্রথম সেশনেই শুরু হয়েছিল বাংলাদেশের প্রথম ইনিংস। এদিন ৩ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে টাইগাররা। ৭১ রান করে আউট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দিন শেষে ৭৯ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত ছিলেন ৩২ রান করে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team