খবর ২৪ ঘণ্টা ডেস্ক : ফেনীর সোনাগাজীর অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় ওই ছাত্রীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই নির্দেশের কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দগ্ধ ছাত্রীর সর্বশেষ স্বাস্থ্যবিষয়ক কাগজপত্র সিঙ্গাপুরের সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিপ্লব বড়ুয়াকে পাশে রেখে হাসপাতাল থেকে ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, মেয়েটিকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটু আগে ফোনে কথা হয়েছে। প্রধানমন্ত্রী ওই ছাত্রীর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।
পরে বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ছাত্রীটিকে দেখতে এসেছেন। প্রধানমন্ত্রী ছাত্রীটিকে সিঙ্গাপুর পাঠানো নির্দেশ দিয়েছেন। এর সব খরচ বহন করবে সরকার।
খবর ২৪ ঘণ্টা/আর