নিজস্ব প্রতিবেদক : চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণ করেছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ
হোসেন, বিপিএম (বার)। এর ধারাবাহিকতায় পুলিশ লাইন্সে আজ রোববার বেলা ১১ টায় কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া টিএসআই রেজা গোলাম কিবরিয়া, এএসআই (সশস্ত্র) মোশাররফ হোসেন ও কনস্টেবল হেলালউদ্দীনকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় জানানো হয়।
বিদায়বেলায় পিআরএআল যাওয়া তিন পুলিশ সদস্য তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপার মহোদয়ের এমন আনুষ্ঠানিক বিদায় আমাদের অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তারা পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।