স্বাস্থ্যের অবনতি হয়েছিল গতকালই৷ খবর পেয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দিদি লতাকে দেখতে ছুটে গিয়েছিলেন বোন আশা৷ জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন৷ কিন্তু রবিবার(৬ফেব্রুয়ারি) সাত সকালে এল দুঃসংবাদ৷
প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই ৷ ৯২ বছর বয়সে মারা গেলেন তিনি৷ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ৷ টুইটে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেলেব, অঢেল ভক্ত ও অনুরাগীদের৷
জানুয়ারি মাসের ৮ তারিখ কোভিডে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ৷ তাঁকে রাখা হয়েছিল আইসিইউ-তে৷ কখনও তিনি চিকিৎসায় সাড়া দিতেন৷ কখনও তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যেত৷ কিছুদিন আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ৷
কিন্তু শনিবার সন্ধের পর ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হন৷ হাসপাতালে যান আশা ভোঁসলে, মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমী ঠাকর প্রমুখরা৷ যদিও হাসপাতাল থেকে বেরিয়ে আশা জানিয়েছিলেন, লতা স্থিতিশীল৷ কিন্তু সেই স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হল না৷ গোটা দেশকে কাঁদিয়ে বিদায় নিলেন লতা মঙ্গেশকর৷
লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে ভারতে ৷ এই দুইদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে৷
বিএ/