প্রেস বিজ্ঞপ্তি : পাবনায় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক জাগ্রত বাংলার সাংবাদিক সুবর্ণা নদীকে বাসার সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখা। একইসঙ্গে তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩০ আগস্ট) সাংবাদিক সংস্থার পক্ষে রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম, সাধারণ সম্পাদক এস.এইচ.এম. তরিকুল স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার রাতে নিজ বাসার সামনে নারী সাংবাদিক নদীকে যেভাবে কুপিয়ে নির্মমভাবে খুন করা হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। এ নিয়ে গত ৮ মাসে তিনজন সাংবাদিক খুন হলেন। আর গত দশ বছরের কম সময়ে মোট ৩৩ জন সাংবাদিক খুন হয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সকল সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জেএন