সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত

R khan
জানুয়ারি ৯, ২০১৮ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে নৌ-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার ফরিদ নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, সুন্দরবনে জেলে অপহরণের খবর শুনে শরনখোলা নৌ-পুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযান শুরু করে। এ সময়ে সুন্দরবনের ভিতরে লুকিয়ে থাকা বনদস্যুরা নৌ- পুলিশের উপর গুলি বর্ষণ শুরু করে। একপর্যায়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে নৌ-পুলিশ সুন্দরবনের ওই এলাকায় তাল্লাশি অভিযান শুরু করে। এক পর্যায়ে সুন্দরবনের ভিতরে এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বনজীবী ও জেলেরা ওই গুলিবিদ্ধ লাশটি বনদস্যু ছোট বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ফরিদ বলে সনাক্ত করে। লাশ উদ্ধার করে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।