খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সুন্দরবনের দস্যু বাহিনীর ৫৭ সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছে আত্মসমর্পণ করেছেন।
বুধবার দুপুরে র্যাব-৬ খুলনার সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। এসময় আত্মসমর্পণকারী দস্যুদের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
দাদা ভাই বাহিনীর ১৫ জন, হান্নান বাহিনীর নয়জন, আমির আলী বাহিনীর সাতজন, সূর্য বাহিনীর ১০ জন, ছোট শামসু বাহিনীর নয়জন এবং মুন্না বাহিনীর সাতজন দস্যু আত্মসমর্পণ করেন।
এসময় দস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৫৮টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ২৮৪ রাউন্ড গুলি জমা দেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আগেই আত্মসমর্পণকারী ৫৮ দস্যুর প্রত্যককে পুনর্বাসনে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদানের এক লাখ টাকার চেক হস্তান্তর করেন।এর আগে বিভিন্ন সময়ে সুন্দরবনের ২০টি বনদস্যু বাহিনীর ২১৭ জন সদস্য আত্মসমর্পণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
খবর২৪ঘণ্টা.কম/নজ