খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তাসহ করোনা ভাইরাসে নতুন ৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।
মঙ্গলবার (১৯ মে) রাতে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, মঙ্গলবার ধর্মপাশা উপজেলা থেকে ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে উপজেলা প্রশাসনের একজন প্রথম শ্রেণির কর্মকর্তা, হাসপাতালের এক আক্রান্ত নার্সের আত্মীয়, আরও এক নার্সের স্বামী, দু’জন কর্মচারী, আগে আক্রান্ত হওয়া এক কর্মচারীর নানী ও হাসপাতালে ভর্তি থাকা এক শিশু আক্রান্ত রয়েছে। শিশুটির বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে। এ নিয়ে ধর্মপাশায় মোট শনাক্ত হয়েছে ১৪ জন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, ২৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠালে ৭ জনের করোনা পজিটিভ আসে। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।
খবর২৪ঘন্টা/নই