1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুদানে সামরিক অভ্যুত্থান, প্রধানমন্ত্রী গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১২:০০ অপরাহ্ন

সুদানে সামরিক অভ্যুত্থান, প্রধানমন্ত্রী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

সুদানে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদালাহ হামদকসহ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে তাদেরকে অজ্ঞাত স্থানে গৃহবন্দী করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন কাউন্সিলের প্রধান ও সেনা কর্মকর্তা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে মনে করা হচ্ছে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এ পরিস্থিতির জন্য রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন।
দেশটির সেনাবাহিনী এনিয়ে এখনও কোন মন্তব্য করেনি।
তবে গনতন্ত্রপন্থী দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। তারা সমর্থকদের সেনা অভ্যুত্থান প্রতিহত করার আহবান জানিয়েছে।

রাজধানী খার্তুমে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগেরমাধ্যমে রাস্তায় ক্ষুব্ধ জনতার বিক্ষোভের ছবি প্রকাশিত হয়েছে। এতে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে শহরের একজন বাসিন্দা জানিয়েছেন যে, শহরজুড়ে সেনাবাহিনী ও প্যারা-মিলিটারি মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণকে বাইরে চলাচলে বাধা দেওয়া হচ্ছে। খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

দু’বছর আগে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বশির। সেনাবাহিনী এবং গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছিল আফ্রিকার দেশটির অন্তর্বর্তিকালীন সরকার। দু’বছর পর সেই সরকারকেও উৎখাত করা হলো।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST