খবর২৪ঘণ্টা ডেস্ক: সুদানে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ৬২ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
উত্তর আফ্রিকার এই দেশটিতে গত জুলাই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে সবমিলিয়ে ১৫টি রাজ্যের দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল রাজ্যটি।
জাতিসংঘের হিসাব মতে বন্যায় ৩৭ হাজারের বেশি ঘরবাড়ি ভেঙে পড়েছে।
তবে আগামী দিনগুলোতে বন্যায় সুদানে আরো ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা দেশটিতে অক্টোবর মাস জুড়েও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। সূত্র: বিবিসি
খবর২৪ঘণ্টা, জেএন