1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সুখী দেশের তালিকায় ১০ ধাপ অবনতি বাংলাদেশের - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

সুখী দেশের তালিকায় ১০ ধাপ অবনতি বাংলাদেশের

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২১ মারচ, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:এ বছর ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫ তম

সুখী দেশের তালিকায় বাংলাদেশের ১০ ধাপ অবনতি হয়েছে। এ বছর ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫ তম। গত বছর ছিল ১১৫ তম।

বুধবার ‘বিশ্ব সুখ দিবস’ উপলক্ষে বিশ্বের সুখী দেশের একটি তালিকা প্রকাশ করে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউসন্স নেটওয়ার্ক। দিবসটি জাতিসংঘ ২০১৩ সাল থেকে পালন করে আসছে। 

মাথাপিছু আয়, সামাজিক সহযোগিতা, গড় আয়, সামাজিক স্বাধীনতা, উদারতা এবং সমাজে দুর্নীতির হারের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়ে থাকে।

তালিকা আনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা দুই বছর দেশটি সুখী দেশের তালিকার শীর্ষে থাকল। এরপর আছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রেলিয়া।

তবে সবচেয়ে কম সুখের দেশ হিসেবে তালিকায় রয়েছে দক্ষিণ সুদান (১৫৬ তম)। তালিকায় দক্ষিণ সুদানের আগে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা রিপাবলিক (১৫৫), আফগানিস্তান (১৫৪), তানজানিয়া (১৫৩) ও রুয়ান্ডা (১৫২)।

দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে কম সুখী দেশ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা (১৩০) ও ভারতের (১৪০) নাম। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে পাকিস্তান (৬৩), ভুটান (৯৫) এবং নেপালের (১০০) নাম। ঢাকা ট্রিবিউন

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST