রাবি প্রতিনিধি: আগামী সোমবার(১জুন) থেকে ‘সীমিত পরিসরে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জরুরি ‘ প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘সিন্ডিকেট সভায় সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শুধুমাত্র জরুরি কার্যক্রম চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘শুধুমাত্র প্রশাসন ভবনের অফিসগুলো খোলা থাকবে। সেক্ষেত্রে সকলের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে; অফিসের লোকবল কম থাকবে।’
তবে কোনো বিভাগ, অনুষদ বা হলের অফিস খোলা থাকবে না বলেও জানান তিনি।
এছাড়া একাডেমিকসহ অন্যান্য কার্যক্রমের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন অধ্যাপক আব্দুল আলীম।
এর আগে শুক্রবার সিন্ডিকেট সভায় ১জুন থেকে সীমিত পরিসরে দাপ্তরিক কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১৫জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ইউজিসির নির্দেশনা পেয়ে সিদ্ধান্ত থেকে সরে আসে রাবি প্রশাসন। পরে ফের সিদ্ধান্ত নিতে শনিবার সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য।
খবর২৪ঘন্টা/নই