ঢাকাসোমবার , ৩১ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ সংবাদদাতা
জানুয়ারি ৩১, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে মো. সিফাতুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় উপজেলার চকিলাম বিও-পির অন্তর্গত ২৬৭ (৫) এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন ভুলকীপুর নামক এলাকার মাঠ থেকে তাকে আটক করা হয়।

আটক সিফাতুল ইসলাম উপজেলার চকমহেশ এলাকার আবু তৈয়ব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন ভোরে আটক সিফাতুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে অবৈধ পথে চোরাই গরু আনতে ভারতে প্রবেশ করেন। পরে ভারত থেকে ফেরার পথে উপজেলার চকিলাম বিও-পির অন্তর্গত ২৬৭ (৫) এস সীমান্ত পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেন তারা। পথেই ভারতের বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও সিফাতুল ইসলাম তাদের হাতে আটক হয়।

এ বিষয়ে চকিলাম বিও-পির নায়েব সুবেদার গোলাম কবীর জানান, সংবাদ পাওয়ার পরে বেলা ১১টায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আটক ব্যক্তি নামে মামলা দিয়ে ভারতের স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।