খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত থেকে মিয়ানমার ভারী অস্ত্র সরিয়ে নিয়েছে। ভুল তথ্যের ভিত্তিতে মিয়ানমার সেনাবাহিনী সীমান্তে টহল বাড়িয়েছিল।
শনিবার রাজধানীর ফার্মগেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আগামী ২৭ মার্চ থেকে পূর্ব চুক্তি অনুযায়ী বিজিবি ও বিজিপি সীমান্ত এলাকায় যৌথ টহল দেবে।
তিনি বলেন, নিজ দেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা খুব দ্রুত সেদেশে ফিরে যেতে পারবে। বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে বছরের পর বছর তাদের এখানে রাখার কোনো মানে হয় না।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমানের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
খবর২৪ঘণ্টা.কম/রখ