খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চোচপাড়া সীমান্তের জিরো লাইনে জয়নাল আবেদিন (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার চোচপাড়া সীমান্তের ১৭১ নম্বর পিলার এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে এতে ঘটনাস্থলে নিহত হন ওই ব্যক্তি।
নিহত জয়নাল আবেদিন রানীশংকৈল উপজেলার ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে বলে জানায় নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়পালাশ বাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য আবদুর রহিম চোচপাড়া সীমান্তে ওই ব্যক্তির নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সহিদুল ইসলাম বলেন, এ ঘটনাটি জেনেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।