খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক:টেবিল কিনতে এসে মাইক্রোবাসের ধাক্কায় হেলাল উদ্দিন (২৩) নামে এক যুবক হয়েছেন। রোববার (০৪ মার্চ) বেলা একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হেলাল উদ্দিন মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, ভাটিয়ারির বানুবাজার এলাকায় পুরাতন জাহাজের টেবিল কেনার জন্য এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে পুরাতন ফার্নিচারের দোকান দেখছিলেন। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা মিনি ট্রাককে আরেকটি মাইক্রোবাস এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় জড়িত মিনি ট্রাক ও মাইক্রোবাস দুটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব।
খবর২৪ঘণ্টা.কম/নজ