নিজস্ব প্রতিবেদক : সিসিটিভি ফুটেজে রাজশাহী মহানগরীর অলোকার মোড়ে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ৩৫ লাখ টাকা প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আজ দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে। এরপর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
টাকাগুলো ভিভো মোবাইল শোরুমের। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায় মোটরমোটরসাইকেলে এসে দুইজন ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমকে