1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিলেটে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

সিলেটে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নিহত ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল চালনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বরইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান।

নিহতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বরইকান্দির মাসুক মিয়া (৫০) ও একই এলাকার বাবুল মিয়া (৩৫)।

আহতদের মধ্যে সুজেল আহমদ, রুহেল মিয়া, সলিমুদ্দিন, তৈয়ব আলী, আবুল কাহের, নাজিম উদ্দিন, আহমদ হোসেন, তাজুল ইসলাম, ইয়িয়াস ও দুলাল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি খায়রুল ফজল বলেন, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো নিয়ে সোমবার রাতে কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ আলফু মিয়ার ছেলের সঙ্গে বরইকান্দি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়ার ছেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সকালে দুই পক্ষের মধ্যে সংষর্ষ হয়। এতে ২২ জন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গৌছের সমর্থক মাসুক ও বাবুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসামানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মান্নান বলেন, দুইজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST