খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুন্না আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত মুন্না ১২ টি মাদক মামলার আসামি বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের।
রবিবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে এ ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাস জানান, মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশের উপর গুলি করে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে। এতে ৭/৮ জন পুলিশ আহত হয়েছেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর২৪ঘন্টা/নই