খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
গতকাল রবিবার রাতে উপজেলার কালাইরাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম।
সামসুল আলম জানান, রাত সাড়ে নয়টার দিকে কালাইরাগ এলাকায় মাটির গভীরে ৭০-৮০ ফুট গর্ত করে পাথর তুলছিলেন শ্রমিকরা। হঠাৎ গর্ত ধসে পড়লে কয়েকজন শ্রমিক তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা দুই জনের মরদেহ উদ্ধার করেছে। আহত অবস্থায় তিনজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের বাড়ি সুনামগঞ্জ সদরের মুরাদপুরে বলে জানা গেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ