খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. গোপাল শংকর দে নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
শনিবার রাতে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই চিকিৎসকের আত্মীয় ও সিলেটের বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু বলেন, রাত ৯টার দিকে তিনি মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি জানান, গোপাল শংকর দে কিছুদিন আগে করোনার উপসর্গ নিয়ে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা শনাক্ত হয়। তিনি শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে সিলেটের আরেক চিকিৎসক এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা যান। করোনায় মৃত্যুবরণ করা দেশের প্রথম চিকিৎসক তিনি। খবর২৪ঘন্টা /এবি