খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিল নিয়ে দুপক্ষের সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাংলাবাজার আমবাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হোসেন উপজেলার হরিপুর মাদ্রাসার মাদ্রাসার ছাত্র। আহতদের নাম জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি খান মো. ময়নুল জাকির জানান, আমবাড়িতে সুন্নি মতাদর্শের লোকজন রাতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করে। এক পর্যায়ে ওয়াজকে কেন্দ্র করে ওই সমাবেশের মধ্যে ওয়াহাবি মতাদর্শের লোকদের সঙ্গে সুন্নি মতাদর্শের লোকদের সংঘর্ষ হয়। এতে আহত হয়ে ঘটনাস্থলেই ওই ছাত্রের মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ