1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সিলেটে আরও ৭১ জনের করোনা শনাক্ত - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সিলেটে আরও ৭১ জনের করোনা শনাক্ত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে। জেলায় নতুন করে আরও ৭১ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

রোববার রাতে এত থ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, আক্রান্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলায় ৩৭ জন, গোয়াইনঘাটে একজন, গোলাপগঞ্জে চারজন, বিয়ানীবাজারে দুই জন, কোম্পানীগঞ্জে এক, জৈন্তাপুর একজন, বালাগঞ্জে একজন, জকিগঞ্জে পাঁচজন, দক্ষিণ সুরমায় তিনজন, ফেঞ্চুগঞ্জে দুজন এবং বিশ্বনাথ উপজেলায় ৭ জন রয়েছেন।

এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি শ্রীমঙ্গলের একজন, বানিয়াচংয়ের একজন ও বড়লেখার দুজনের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে প্রথম করোনা ধরা পড়ে গত ৫ এপ্রিল। সর্বশেষ রোববার (২৮ জুন) সুনামগঞ্জের ২৬ জন, হবিগঞ্জের ১৭ জন। আর সিলেটের ৭১ জন নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২ হাজার ৩২১, সুনামগঞ্জে ৯৭৭, হবিগঞ্জে ৫৫৫ এবং মৌলভীবাজারে ৪১৪ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০১, সুনামগঞ্জে ১০০, হবিগঞ্জে ৬৩ ও মৌলভীবাজারে ৬ জন।

এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৮৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪৫, সুনামগঞ্জে ৩৭৪, হবিগঞ্জে ১৯১ মৌলভীবাজারে ১৭৩ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৭০ জন। এর মধ্যে সিলেটে ৫৫, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে পাঁচজন এবং হবিগঞ্জে ছয়জনের মৃত্যু হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST