খবর২৪ঘণ্টা ডেস্ক: সিরিয়ার হামা প্রদেশে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার সকালে দেশটির হামা প্রদেশের সালামিয়েহের কেন্দ্রীয় শহরের কাছে এই বোমা হামলার ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের ধারণা, এলাকাটি আইএসের নিয়ন্ত্রণে থাকাকালীন সময়েই মাইন বোমাগুলো পুতে রাখা হয়েছিল। পরে কৃষি কাজে নিয়োজিত শ্রমিকদের গাড়িটি পুতে রাখা মাইনে আঘাত করলে এ ঘটনা ঘটে।
সিরিয়া ও পাশ্ববর্তী ইরাকের প্রায় সব এলাকাতেই আইএসের আধিপত্য ছিল। সেখান থেকে তারা চলে গেলেও তাদের রাখা এসব বোমা ও ফাঁদগুলো রয়ে গেছে। এগুলো এখনও পুরোপুরি পরিষ্কার করা হয়নি।
এর আগে ৮ ফেব্রুয়ারিতে আইএসের পুতে রাখা মাইন বোমা বিস্ফোরণে প্রায় সাত জন মারা গিয়েছিল।
খবর২৪ঘণ্টা, জেএন