খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতায় বুধবার কমপক্ষে ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের বেশীর ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হন। বৃহস্পতিবার পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়।
মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইসট বার্তা সংস্থা এএফপি’কে জানায়, দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলা বর্ষণে প্রাণ হারায়।
পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ