সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের পাঁচ দালালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. বিল্লাল হোসাইন এ নির্দেশ দেন।
এর আগে, গত রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল গেট এলাকায় অবস্থান করে দূর থেকে আসা রোগীদের ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাবার সময় ওই পাঁচ দালালকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটকৃতরা হলেন- পৌর এলাকার আমলাপাড়া মহল্লার মুন্সী মঞ্জর-এ খোদা (৩২), হোসেনপুর উত্তর মহল্লার মো. শাহীন (৩২), একই মহল্লার সবুর উদ্দিন মোল্লা (৩৫), হোসেনপুর দক্ষিণের মো. সোহাগ হোসেন (৩৬) ও হোসেনপুর মধ্যপাড়া মহল্লার মামুন শেখ (৪০)।
আটককৃতদের তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিএ/