সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭টি ককটেল বোমাসহ উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন ও ছাত্রদল-যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ককটেল বোমাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার শরাফত আলীর ছেলে উল্লাপাড়া বাস মালিক সমিতির সভাপতি বিএনপি নেতা আজাদ হোসেন, ছাত্রদল কর্মী বকুল হোসেন ও যুবদল কর্মী শহিদুল ইসলাম।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার তাদের আদালতে পাঠানো হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ