সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে দুটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে এবং অপরটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট চার নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন/চারজনের অবস্থা আশঙ্কাজনক।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিংকি পরিবহন ও অরিন পরিবহনের দুটি বাস ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাস দুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে পিংকি পরিবহনের বাসটি খাদে পড়ে যায় এবং অরিন পরিবহনের বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।