সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার সৎ ও নির্ভিক সমাজসেবা অফিসার আখলাকুর রহমানের উপর অফিস কার্যালয়ে বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ দুপুরে বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ও সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী বৃন্দের সমন্বয়ে উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে পলাতক আসামীদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের গাফফার গংদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, সমাজসেবা অফিসার জেল হোসেন, কৃর্ষি অফিসার কল্যাণ প্রসাদ পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা প্রমুখ।
উল্লেখ্য গত ৩ জুন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা অফিসার আখলাকুর রহমানকে তাঁর নিজ কার্যালয়ের ক্যাপিটেশন গ্রান্টের ভূয়া বিলে স্বাক্ষর না করায় স্থানীয় এতিমখানার সভাপতি-মোয়াল্লেমসহ ৫/৭ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম করে, পরে থানা পুলিশ ২ জনকে আটক করেছে বলে জানা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ