সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদর উপজেলায় ধানবান্ধি মতি সাহেবের ঘাট সংলগ্ন মসজিদ মাঠ প্রাঙ্গণে সততা বহুমূখি সঞ্চয় সমিতির ২য় বর্ষপূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সততা বহুমূখি সঞ্চয় সমিতির সভাপতি জহুরুল হক মন্ডলের সভাপতিত্বে সততা বহুমূখি সঞ্চয় সমিতির সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে ও সমিতির সকল প্রকার টাকার আয়-ব্যয় বুঝিয়ে দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সততা বহুমূখি সঞ্চয় সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মোকতেল হোসেন, এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক পৌর কাউন্সিলর, সততা বহুমূখি সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুস ছাত্তার,সাবেক পৌর কাউন্সিলর সফর আলীসহ আরও অনেকে , বক্তব্য শেষে সততা বহুমুখি সঞ্চয় সমিতির দীর্ঘায়ু কামনা করে ও মৃত সদস্যদের রুহের মাগফেরাতের জন্য দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ খায়রুল ইসলাস।
খবর২৪ঘণ্টা.কম/নজ