সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাকারিয়া (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে পৌর এলাকার গাড়ামাসী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকারিয়া পৌর এলাকার গাড়ামাসী গ্রামের আব্দুল মানিকের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান , শনিবার গল্প করার লোভ দেখিয়ে জাকারিয়া একটি ঘরে নিয়ে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় রোববার ওই শিশুর বাবা বাদী হয়ে জাকারিয়াকে অভিযুক্ত করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ