সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের আব্দুল কুদ্দুস মুন্সির ছোট মেয়ে নুরজাহান (২২) মুক্তি পেল শিকল থেকে, ব্যবস্থা হয়েছে চিকিৎসার,পেয়েছে প্রতিবন্ধি ভাতা কার্ড, চলাফেরার জন্য পেয়েছে হুইল চেয়ার।
প্রতিবন্ধি নুরজাহানের এ অবস্থা বিভিন্ন ফেসবুক, ওয়ানলাইন ও পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডিসি কামরুন্নাহার সিদ্দিকা একটি প্রতিবন্ধি ভাতা কার্ড করে দিয়েছন,মামুন বিশ্বাসের ফেসবুক থেকে নগদ টাকা ও হুইল চেয়ারের ব্যবস্থা হয়েছে।
আজ দুপুরে বেসরকারী এনজিওর ” পরিবর্তন ” এর কো- অর্ডিনেটর রুকসানা খাতুন রুপা প্রতিবন্ধি নুরজাহানকে দেখতে তার বাড়ীতে যায়। প্রতিবন্ধি নুরজাহান ও তার অসহায় বাবাকে দেখে তাকে একটি মনহারি দোকান করে দিবে বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান,সাংবাদিক জহুরুল ইসলাম,রেজাউল করিম,আবু মুসা সহ আরও অনেকে।
এর পূর্বে বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার ওলিউজ্জামান নুরজাহানকে দেখতে তার বাড়ীতে যায়। তাকে দেখে নগদ কিছু আর্থিক সহযোগিতা করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ