প্রতিনিধি সিরাজগঞ্জ: কুমিল্লার কসবায় ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার শিকার হলো ট্রেন। এবার দুর্ঘটনার শিকার হয়েছে রংপুর এক্সপ্রেস। ট্রেনটির ৮টি বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। লাইনচ্যুতির পর ট্রেনটির ৪টি বগিতে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটিতে আগুন জ্বলছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে রওনা দিয়েছে। দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিনাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সিএসপিই সুশীল কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ জেএন