রাজশাহী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ শহরের দরগাহ্ রোডস্হ মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্সে ভূল চিকিৎসা অপারেশনের জন্য মাসুদ রানা নামে ১৪ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ । রোববার (২৮অক্টোবর’১৮) সকালে সিরাজগঞ্জের বেসরকারি হাসপাতাল মেডিনোভা কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত মাসুদ রানা সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকনী কালীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। মাসুদ রানার পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকেলে বাড়ীর পাশের খেলার মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় পড়ে গিয়ে হাত ভেঙে যায় মাসুদের। পরে পরিবারের সদস্যরা তাকে শহরের মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্স ভর্তি করে। রাতে তার হাতে অপারেশন হয়। অপারেশনের পর ক্রমে তার অবস্থার অবনতি হতে থাকে। রবিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় মাসুদ রানার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হাসপাতালে কোন চিকিৎসককে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহতের পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর২৪ঘন্টা / সিহাব