সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সদর উপজেলায় ১০ নং সায়দাবাদ ইউনিয়নে সারটিয়া গ্রামের ওয়াবদার সংলগ্ন খালে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরছে সারটিয়া গ্রামের অনেক পরিবারের ছোট-বড়, ছেলে-মেয়ে সদস্যরা।
গ্রামের লোকজন প্রাচিনতম পদ্ধিতে কেউ নেট দিয়ে,কেউ শুধু হাত দিয়ে, কেউবা আবার পলো,বর্শি,ঠেলাজালী বুচনা,বেরজাল ইত্যাদি পদ্ধতিতে মাছ ধরছে গ্রামের লোকজন।
খাল- বিল শুকিয়ে গেলে খালে পানি কম থাকায় মাছ তখন লাফালাফি করে । আর গ্রামের আঞ্চলিক ভাষায় একে বলা হয় বাউত নামছে। তখন গ্রামের ছোট-বড় সবাই এক সাথে মাছ ধরতে খাল বিলে আসে। আর এটা একটা প্রাচিনতম সুন্দরদৃশ্য, যা দেখলে সেই আদিম যুগের কথা মনে হয়।
আগের দিনের গ্রামের সেই নকশী কাথার মাঠ, নৌকায় পাল টানিয়ে ভাটিয়ালি গান গেয়ে মাঝি পার হয়েছে অনেক নদী, আর এ দৃশ্য খুব সুন্দর। আজ মানুষ শহরে বাসা বাড়ী ফ্লাটে থাকলেও অনেক সময় এমন দৃশ্য দেখে মনে হয় সেই দিনের কথা। আর এমন মাছ ধরার কৌশল একমাত্র গ্রামের মধ্যেই লক্ষ করা যায়।
খবর২৪ঘণ্টা.কম/নজ