সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতদের প্রতিবেশী আবু বকর জানান, দুপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময় আর্তচিৎকার শুনতে পাই। পরে গিয়ে দেখি ৮ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান- লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, নিহতদের বেশিরভাগই তাঁত শ্রমিক। তাদের মধ্যে চাচা ও দুই ভাতিজা রয়েছেন। নিহতদের পরিবার খবর পেয়ে সদর হাসপাতালে লাশ সনাক্ত করে কান্নায় ফেটে পরে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।