জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসের চাপায় সুইটি খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকার চালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুইটি বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্রী ও উপজেলার তামাই দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, চারজন যাত্রী নিয়ে মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল ব্যাটারি চালিত একটি ভ্যান। এ সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী সুইটি মারা যায়। আহত হয় আরও তিন যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খবর২৪ঘণ্টা.কম/রখ