সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজীপুরে বজ্রপাতে ছানোয়ার হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চর ছিন্না গ্রামে ধানখেতে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ছানোয়ার হোসেন (২৯) মনসুরনগর ইউনিয়নের চর ছিন্না গ্রামের আব্দুল হকের ছেলে ও আহত রফিকুল ইসলাম (৪৫) একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে কৃষক ছানোয়ার হোসেন ও রফিকুল বাড়ির পাশে ধান কাটতে মাঠে যান। এক পর্যায়ে সকাল ৮টার দিকে বজ্রপাতে তাদের শরীর ঝলসে যায়। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারকে মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার সারাদেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। বজ্রপাতে নিহতদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জে চারজন, গাইবান্ধায় দুইজন, সিলেটে দুইজন, বগুড়ায় দুইজন ও শেরপুরে একজন।
খবর২৪ঘণ্টা.কম/নজ