সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের সলঙ্গায় ১৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। বুধবার ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজশাহী জেলার মোহনপুর থানার কৃষ্ণপুর এলাকার সৈয়দ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানা (২২)।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একতা পরিবহনে (ঢাকা মেট্টো ব-১৪-৮৫৭৬) তল্লাশী চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।
এ সময় জাহিদুলের কাছ থেকে ৭০ ও জুয়েল রানার কাছ থেকে ১’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।