সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে সেলিনা খাতুন নামের এক নারী একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। এর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে ইস্কয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি সন্তান জন্ম দেন সেলিনা খাতুন নামের ওই প্রসূতি। সেলিনা খাতুনের বাড়ি কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামে।
সেলিনার স্বামী মো. রফিকুল ইসলাম বলেন, ‘সোমবার দুপুরে আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা শুরু হলে হাসপাতালে নিয়ে আসি। সন্ধ্যায় তিন সন্তানের জন্ম দেন আমার স্ত্রী। আমার একটি ১২ বছরের ছেলে রয়েছে। সে স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে। এখন এই শীতের মধ্যে আমার স্ত্রী তিন সন্তানের জন্ম দেওয়া আমি ভীষণ খুশি। কিন্তু দুঃখের বিষয় আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি। আমি গরিব মানুষ ইটভাটায় শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চালাই।
ইস্কয়ার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমল কান্তি দাস বলেন, ‘প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সবাই সুস্থ আছে। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিকের চেয়ে একটু ওজন কম হয়েছে।
এমকে