সিরাজগঞ্জ প্রতিনিধিঃ অস্ত্র ও গুলি রেখে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স সবুজ আলী (২৫)। শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সোনামুখী বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক সবুজ আলী উক্ত ইউনিয়নের পারসগুনা গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সবুজ আলীর দেয়া তথ্যমতে সোনামুখী বাজারের একটি সারের দোকান তল্লাসি চালিয়ে একটি শাটার গান, ও একটি শর্টগানের কার্তুজ ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলির ব্যাপারে দোকান মালিক হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন। এতে বিষয়টি সন্দেহ হয় এবং তাৎক্ষণিক অভিযানের সময় সঙ্গে থাকা সোর্স সবুজ আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
ওই দোকান মালিককে ফাঁসাতে সবুজ আলীসহ আরও দুইজন ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
খবর ২৪ঘণ্টা/ নই