জেলা প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ (৫৫) মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বাহিরগোলা নিজস্ব বাস ভবনে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানা যায় দীর্ঘ দিন ধরে সাংবাদিক হারুন অর রশিদ অসুস্থ মঙ্গলবার ভোর রাতে হটাৎ হ্রদ রোগে আক্রান্ত হয়ে পরে। তারপর থেকে সে আর কোন কথা বলতে পারেনাই। এ থেকেই তার ১০ টার সময় মৃত্যু হয়।
সাংবাদিক হারুন অর-রশিদ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়াও তিনি সিরাজগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ছিলেন।
বাদ আসর সিরাজগঞ্জ পাওয়ার হাউজ মাঠে তার নামাজে জানাযা হবে। জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে প্রেসক্লাবসহ সিরাজগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক-রাজনৈতিক সংগঠন থেকে তার রুহের মাগফেরাতের দোয়াসহ শোক জানিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ