সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা তাঁত শিল্প এলাকা হওয়ায় পৌরসভায় উন্নয়নের কার্যক্রম ইতিমধ্যে প্রথম শ্রেণীতে উন্নিত হয়েছে। ধারাবাহিক ভাবে চলছে পৌরসভার উন্নয়নের কাজ। ইতিমধ্যে পৌর সভার উন্নয়নকল্পে রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ হয়েছে। পৌরসভার মোট ১১টি রাস্তা ও ২টি ড্রেন নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। তার মধ্যে পৌর ৩নং ওয়ার্ড (চালা উত্তর পাড়া)গ্রামের রাস্তাটি যেন অবহেলা অনাদরে পড়ে আছে। এই রাস্তাটির কাজ শুরু হলেও এখনও পর্যন্ত শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। এই রাস্তাটি উপজেলার প্রাণকেন্দ্র হওয়ার কারনে প্রতিদিন হাজার হাজার লোক জন যাতায়াত করে থাকে। শুধু তাই না রাস্তার পাশে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান যা বেলকুচি মডেল কলেজ নামে পরিচিত।
রাস্তাটি অধ্যায়নরত শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি । রাস্তার নির্মাণ কাজ শেষ না হওয়ার কারনে হালকা বৃষ্টিতে বার বার ভেঙ্গে যাচ্ছে। ইতিপূর্বে রাস্তাটি বালু মাটি ফেলে সংস্কার করেছিল ঠিকাদার প্রতিষ্ঠান। কিন্তু বুধবারে হালকা বৃষ্টির কারনে রাস্তাটি আবার ভেঙ্গে গেছে। রাস্তার এই ভাঙ্গনের ফলে চলাচল ব্যবস্থা ব্যহত হচ্ছে । বন্ধ হয়ে যাচ্ছে কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা । প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এ যেন এলাকাবাসীর মরন ফাঁদে পরিনিত হয়েছে। উক্ত ওয়ার্ডের কমিশনারের কাছে রাস্তাটি বেহাল অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আশা করছি খুব দ্রুত রাস্তাটি কাজ শেষ করা হবে। এদিকে পৌরসভার
ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক জানান, রাস্তাটির ভাঙ্গন সম্পর্কে আমাদের জানা নাই, তবে লিখিত রুপে যদি এলাকাবাসী পৌরসভায় অভিযোগ দাখিল করে, তবেই আমারা রাস্তাটির সাড়তে কার্যকরী পদক্ষেপ নিতে পারবো। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোমিন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তাটির বেহাল অবস্থা স্বচিত্র প্রতিবেদন তুলে ধরেছেন। এখন এলাকাবাসীর প্রানের দাবি খুব দ্রুত রাস্তাটি পুনরায় নির্মান করে জন জীবনের দূর্ভোগ থেকে মুক্তি পায় সে বিষয়ে পৌরসভা তথা সংশ্লিষ্ট সকলের নজরদারি কামনা করছেন সচেতনমহল ও ভূক্তবোগিরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ