সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে। এঘটনায় আরো ১৫ বাসযাত্রী আহত হয়েছে। শনিবার ভোরে মহাসড়কের কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলো রায়গঞ্জ উপজেলার শ্যামনাই গ্রামের জসিম উদ্দিনের পুত্র ট্রাক চালক শরিফ উদ্দিন ও দুখা শেখের পুত্র ট্রাকের হেলপার শফিকুল ইসলাম। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
রায়গঞ্জ থানার ফায়ার সার্ভিসের এসও মোজাম্মেল হোসেন জানান, ভোরে ঢাকা থেকে বগুড়াগামী আরকে পরিবহনের সাথে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাক উল্টে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার মারা যায়। আহত হয় ১৫ জন। আহতদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা,কম/জন