সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মুর্শিদা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ঘর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মুর্শিদা খাতুন ঘরগ্রামের আব্দুর রশিদের মেয়ে ও একই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, সাত বছর আগে সাইদুর রহমানের সঙ্গে তার মেয়ে মুর্শিদার বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূর স্বজনরা জানতে পারে সাইদুর মাদকাসক্ত। নেশা করার কারণে বেশ কয়েকবার মুর্শিদা রাগ করে বাবার বাড়িতে চলে যায়। শুক্রবার রাতেও সাইদুর নেশা করে বাড়ি ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সাইদুর তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া যাবে কিভাবে সে মারা গেছে। আর ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছে বলেও ওসি জানান।
খবর ২৪ঘণ্টা/ নই